ময়মনসিংহে র্যাব-১৪, সিপিএসসি-এর অভিযানে ৬৩১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করেছে। এ সময় চোরাকারবারি সাথে জড়িত দুইজনসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কম্বলের মুল্য সাড়ে ৩১ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দীঘারকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ‘‘আকিজ গ্যাস স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করে। আটকৃত চোরাকারবারিরা হলো, চাঁদপুরের রায়হান আলম ও গাজীপুরের শ্রীপুরের রফিকুল ইসলাম।
র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কম্বল চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসছিল এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছিল।
চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।