মাগুরায় জমি লিখে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। রোববার (০১ ডিসেম্বর) সকালে মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মৌলভীবাজার গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
ছুরিকাঘাতে নিহত সুরমান শেখ (৭৫) নামের এই বৃদ্ধার ছেলে মফিজুর শেখ (৩৫)। স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই নগদ টাকা এবং জমি লেখে দেওয়ার জন্য বৃদ্ধ দীর্ঘদিন ধরেই বাবার সাথে ঝামেলা করে আসছিল।
পরিবারের অন্য সদস্যরা বলছেন, মফিজুর তার পিতাকে প্রায় সময় মারধর করতেন। সন্ধ্যা হলেই মাদক সেবন করে বাড়িতে এসে বাবাকে নির্যাতন করতেন। সে নগদ টাকা এবং জমি লিখে দেওয়ার জন্য প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি ধামকি দিত।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম রবিবার সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ছেলে মফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বৃদ্ধ বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ সজ্জা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের মাদকাসক্ত ছেলেকে দ্রুতই আটক করা হবে।