পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুলবিলে বাউত উৎসবে মাতলেন শৌখিন মৎস্য শিকারিরা।
শনিবার (৩০ নভেম্বর) উপজেলার রহুলবিলে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বাউত উৎসবে মাছ শিকার।
মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দুরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ অংশ নেয় তাতে। মাছ যাই মিলুক, সবাই মিলে মাছ ধরার আনন্দটাই সবার কাছে মূখ্য বলে জানান মাছ শিকারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মাছের প্রজনন ও জীব বৈচিত্র্যের ক্ষতি না করে মাছ শিকারিদের বাউত উৎসব পালন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, প্রতি বছর দূর-দুরান্ত থেকে শৌখিন মানুষ এখানে এসে মাছ শিকার করে। এভাবে মাছ শিকারের কারণে যেন মাছের বংশবিস্তারে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।