সদ্যপ্রয়াত ভাঙ্গুড়া প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী (বাংলা স্যার) -এর রূহের মাগফিরাত কামনায় সোমবার (২৪ নভেম্বর) ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।