বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মৌলভীবাজার জেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বুধবার (২৬ মার্চ) মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিজান।
জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম খালেদা রব্বানী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্ববায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য আহমেদ বিল্লাল, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাদশা, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, এডভোকেট বকশি জুবের, আশরাফুজ্জামান নাহাজ, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি শাহ আলাউদ্দিন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা যুবদলের এম এ নিশাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।