বৈরী আবহাওয়ায় দীর্ঘদিন বেহাল জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পানির স্তর নিচে নেমে গিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র সংকট। অসহনীয় গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় মৌলভীবাজারের কমলগঞ্জে সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ন বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে বৃষ্টির আশা নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া ছোবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রার শিক্ষক মাওলানা মো. উসমান আলী।
নামাজের ইমামতি করেন পূর্ব বাঘমারা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বাঘমারা মসজিদের ইমাম মো. আব্দুল আহাদ, বাঘমারা মাদ্রাসা শিক্ষক হাফিজ তুহিন আহমদ, পূর্ব বাঘমারা মুয়াজ্জিন মো. মোশাহিদ আলী।
মুসল্লি আব্দুর রাজ্জাক বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রুক্ষ হয়ে উঠেছে আমাদের প্রকৃতি, নষ্ট হচ্ছে ফসল। এসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় নামাজ আদায় করলাম।
এ বিষয়ে খতিব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।