‘মানবতার পক্ষে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে “চেস্টা” মানবিক সংগঠনের অর্থায়নে ময়মনসিংহ জেলার ধোবাউড়া মুন্সিরহাট নয়নকান্দি মুক্তিযোদ্ধা বীরকন্যা মোছাঃ রাজিয়া খাতুনের বাড়ি নির্মাণ করা হয়।
সোমবার (৭ এপ্রিল) বাড়ির উদ্ভোদন অনুষ্ঠানে “চেস্টা” সংগঠনের সম্মানিত সভাপতি লায়লা নাজনীন হারুন ও সম্মানিত সেক্রেটারি গুলশান নাসরিন চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাকেরা খান, প্রচার সম্পাদক নাসিমা খান, সাংস্কৃতিক সম্পাদক কনক মাহমুদা সুলতানা, প্রাক্তন সম্পাদক দিলরুবা মাহমুদ রুবী, সদস্য শাহানাজ মান্নান, সদস্য ডঃ রিফাত লুসী।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া মুন্সিরহাটম নয়নকান্দি মুক্তিযোদ্ধা মোছাঃ রাজিয়া খাতুনকে “চেস্টা” সংগঠনের উদ্যেগে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগকে সাধুবাদ এবং তাদের মানবিক ও সামাজিক কাজে দায়বদ্ধতা থেকে কষ্ট করে সমাজের সাধারণ মানুষের প্রতি এগিয়ে আসাকে উপস্থিত সকলেই প্রশংসা করেন এবং সংগঠনের নেত্রীদেরকে কষ্ট করে ঢাকা থেকে ময়মনসিংহ নয়নকান্দি আসায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।