কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক মা ও তার মেয়ে নির্মমভাবে গলাকেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) এবং তার ৬ বছর বয়সী মেয়ে জারিয়া আক্তার।
পুলিশ জানায়, জুমার নামাজ শেষে গৃহকর্তা নুর আক্তার বাড়ি ফিরে রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। প্রতিবেশীদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মো. আরমান হোসেন বলেন, “জুমার নামাজের সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।” তবে হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।