ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

সীমান্তে গোলাগুলিতে কক্সবাজারের উখিয়া-টেকনাফে আতঙ্ক

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মি এবং জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতে গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত। মর্টারশেল ও বোমার শব্দে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন ভয়ভীতির মধ্যে রয়েছেন।

গত রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (২১ অক্টোবর) ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমার শব্দে সারারাত ঘুমাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। উখিয়া-টেকনাফের কিছু এলাকায় মিয়ানমার সীমান্তের কাছাকাছি থাকায় বিকট শব্দ শোনা যায়।

এ ব্যাপারে টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন জানান, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমার শব্দে সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া, রহমতের বিল ও ধামনখালী সীমান্তে রোববার গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন গোলাগুলি বন্ধ থাকার পর হঠাৎ রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এর ফলে সীমান্তের বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, সীমান্তে রাতভর গোলার বিকট শব্দ পাওয়া গেছে। আমরা সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদের খোঁজ-খবর রাখছি।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই সংঘাতের ফলে তৈরি হওয়া উদ্বেগ ও আতঙ্ক নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে সর্বদা আপডেট রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে গোলাগুলিতে কক্সবাজারের উখিয়া-টেকনাফে আতঙ্ক

আপডেট সময় ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মি এবং জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতে গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত। মর্টারশেল ও বোমার শব্দে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন ভয়ভীতির মধ্যে রয়েছেন।

গত রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (২১ অক্টোবর) ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমার শব্দে সারারাত ঘুমাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। উখিয়া-টেকনাফের কিছু এলাকায় মিয়ানমার সীমান্তের কাছাকাছি থাকায় বিকট শব্দ শোনা যায়।

এ ব্যাপারে টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন জানান, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমার শব্দে সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া, রহমতের বিল ও ধামনখালী সীমান্তে রোববার গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন গোলাগুলি বন্ধ থাকার পর হঠাৎ রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এর ফলে সীমান্তের বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, সীমান্তে রাতভর গোলার বিকট শব্দ পাওয়া গেছে। আমরা সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদের খোঁজ-খবর রাখছি।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই সংঘাতের ফলে তৈরি হওয়া উদ্বেগ ও আতঙ্ক নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে সর্বদা আপডেট রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।