নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পরাজয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়ে ফেলেছি। এই পিচে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।”
মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করে শান্ত বলেন, “উইকেট আসলে বেশ ভালো ছিল, আমাদের শুধু দু’টি বড় পার্টনারশিপ দরকার ছিল। প্রথম দশ ওভারের পারফরম্যান্সের পর আমরা ম্যাচটাকে ধরে রাখতে পারিনি, এটা হতাশার।” বাংলাদেশের মিডল অর্ডার এই ম্যাচেও বড় ধাক্কা খেয়েছে, যার ফলে ২৩৬ রানের বেশি সংগ্রহ সম্ভব হয়নি।
তবে তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। “নাহিদ দারুণ বোলিং করেছে, তার পারফরম্যান্স আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোলিং ইউনিট ভালো করছে, কিন্তু ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে,” বলেন শান্ত।
এই হারের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে। তবে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। যদিও সেটি শুধুই আনুষ্ঠানিকতা, তবে শান্ত এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। “এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে,” বলেন তিনি।
বাংলাদেশের সামনে এখন শুধু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বাকি। এই ম্যাচ জিতে অন্তত টুর্নামেন্ট থেকে ভালোভাবে বিদায় নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।