নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে দারুণ সূচনা করেছে ব্রাজিল নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১১ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে আয়োজিত ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্রাজিল। তবে শুরু থেকেই আর্জেন্টাইন বোলারদের চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে ব্রাজিলীয় ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ক্যাপ্টেন রেনাটা সুজুকি।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেছিল আর্জেন্টিনা। তবে ব্রাজিলীয় বোলারদের তোপে ধসে পড়ে স্বাগতিকরা। বিশেষ করে নিকোল মন্তেইরোর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনা। মন্তেইরো তার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ডাবল লিগ পদ্ধতির এই বাছাইপর্বে শীর্ষস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাই এখন ব্রাজিলের লক্ষ্য। আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে দুই দল। আত্মবিশ্বাসী ব্রাজিলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে নামবে আর্জেন্টিনা নারী দল।