ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা বিএনপিতে কোনো বেয়াদবের জায়গা থাকবে না: হীরা মানুষের কাজ করতে হবে হৃদয় উজার করে: মহসিন মিয়া মধু পাবনা জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক পাবনায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন: পিআইও আবুল কালাম আজাদ ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা মির্জাপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার রমজানে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে “মানুষের পাশে আমরা, যশোর” বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ বিবেকের জাগরণ: কখন আসবে আমাদের চেতনার আলো? রাজশাহীতে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা বদলগাছীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রাচিনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

শতক উদযাপন করছেন রাচিন রবীন্দ্র

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে শুধু বাংলাদেশ নয়, স্বাগতিক পাকিস্তানও বিদায় নিলো আসর থেকে। আর গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখতে সক্ষম হয় কিউই বোলাররা। ওপেনিং জুটি বড় রান করতে ব্যর্থ হলে ব্যাটিং অর্ডারে ধস নামে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাই লড়াই চালিয়ে যান। তার ৭৭ রানের ইনিংস কিছুটা হলেও দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যায়। শেষ দিকে জাকের আলির ৪৫ ও রিশাদ হোসেনের ২৬ রানের ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসনও দারুণ বোলিং করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৫ রানের মাথায় উইল ইয়াং ও ১৫ রানে কেন উইলিয়ামসনকে হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে দেন রাচিন রবীন্দ্র। শুরু থেকেই দারুণ ব্যাটিং করে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান। তার সঙ্গে ৫৫ রান করেন টম লাথাম।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও রিশাদ হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। তবে ফিল্ডিংয়ে ভুল ও ক্যাচ মিসের কারণে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।

এই হারের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হলো। একইসঙ্গে বিদায় নিতে হলো স্বাগতিক পাকিস্তানকেও। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত ও নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশের সামনে এখনও পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে, তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। তবে সেমিফাইনালের জন্য ভারত ও নিউজিল্যান্ড অপেক্ষা করবে গ্রুপ ‘বি’ থেকে অন্য দুই সেমিফাইনালিস্টের জন্য।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা

Verified by MonsterInsights

রাচিনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়

আপডেট সময় ১১:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে শুধু বাংলাদেশ নয়, স্বাগতিক পাকিস্তানও বিদায় নিলো আসর থেকে। আর গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখতে সক্ষম হয় কিউই বোলাররা। ওপেনিং জুটি বড় রান করতে ব্যর্থ হলে ব্যাটিং অর্ডারে ধস নামে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাই লড়াই চালিয়ে যান। তার ৭৭ রানের ইনিংস কিছুটা হলেও দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যায়। শেষ দিকে জাকের আলির ৪৫ ও রিশাদ হোসেনের ২৬ রানের ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসনও দারুণ বোলিং করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৫ রানের মাথায় উইল ইয়াং ও ১৫ রানে কেন উইলিয়ামসনকে হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে দেন রাচিন রবীন্দ্র। শুরু থেকেই দারুণ ব্যাটিং করে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান। তার সঙ্গে ৫৫ রান করেন টম লাথাম।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও রিশাদ হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। তবে ফিল্ডিংয়ে ভুল ও ক্যাচ মিসের কারণে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।

এই হারের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হলো। একইসঙ্গে বিদায় নিতে হলো স্বাগতিক পাকিস্তানকেও। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত ও নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশের সামনে এখনও পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে, তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। তবে সেমিফাইনালের জন্য ভারত ও নিউজিল্যান্ড অপেক্ষা করবে গ্রুপ ‘বি’ থেকে অন্য দুই সেমিফাইনালিস্টের জন্য।