তরুণদের মাদকমুক্ত করার লক্ষ্যে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মানদন্ডের সেই উদ্যোগ নিয়েছেন সুদূর লন্ডন প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার টরকীর বাসিন্দা সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. ফিরোজ হোসেন মোল্লা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও অ-রাজনৈতিক সংগঠনগুলোকে ১৪ জনের সেট করে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রিকেট ব্যাট, বল, টেপ, ভলিবল জার্সি ও নেটসহ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক ছাত্রনেতা জসিম শরীফ।
বিতরণকালে প্রবাসী ফিরোজ মোল্লা বলেন, যুবসমাজকে সামাজিকভাবে খেলাধুলাই পারে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে।
এ সময় বক্তব্য রাখেন আয়োজক আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের লন্ডন শাখার অন্যতম নেতা মো. ফিরোজ মোল্লা, প্রবীণ সমাজসেবক সালাম হাওলাদার, ইতালী প্রবাসী ও লেখক সমাজসেবক মো. মিজানুর রহমান মুন্সি।
অনুষ্ঠানে সাংবাদিক মনিরুজ্জামান সরদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক এহতেশাম সর্দার আব্দুস সালাম পারভেজ, হাফিজুল ঘড়ামী, দুলাল ঢালি, সবুজ ডালি, শাকিল হোসেন, সবুজ হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।