ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ বোবারথল এলাকায় ভূমির অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শাহবাগে সড়ক অবরোধ করে চিকিৎসকদের অবস্থান গাজায় দু’টি হাসপাতাল ও একটি স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮ ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ সাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘ডানা’ শক্তি বাড়াচ্ছে, উপকূলে যেকোনো সময় আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’তে রূপ নিয়েছে এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থানরত এই ঘূর্ণিঝড় আগামী বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার।

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’তে পরিণত হয়েছে এবং এটি দ্রুত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, “পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় ‘ডানা’তে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।”

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশা-বঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ঝড় মোকাবিলায় ওড়িশায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

ঘূর্ণিঝড় ‘ডানা’ শক্তি বাড়াচ্ছে, উপকূলে যেকোনো সময় আঘাত হানতে পারে

আপডেট সময় ০১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’তে রূপ নিয়েছে এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থানরত এই ঘূর্ণিঝড় আগামী বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার।

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’তে পরিণত হয়েছে এবং এটি দ্রুত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, “পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় ‘ডানা’তে পরিণত হয়েছে। এটি চট্টগ্রাম থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।”

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশা-বঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ঝড় মোকাবিলায় ওড়িশায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।