মৌলভীবাজার বড়লেখায় পাহাড়ি জনপদ ‘বোবারথল’ এলাকায় সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে “বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি”-এর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে মাঝগান্ধাই বাজারে এই মানববন্ধন কর্মসূচীটি পালিন হয়।
বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা, মৌলভীবাজার এর সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা, মৌলভীবাজার এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এলাকার প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস, মাহতাব উদ্দিন, আব্দুস শুকুর, আব্দুল হাসিম প্রমুখ।
বক্তারা বলেন, ১১টি গ্রামের ৯৮৬ পরিবারের প্রায় ১৮ হাজার অধিক স্থানীয় বাসিন্দা দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে বোবারথলের এলাকায় বসবাস করে আসছেন। চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বেআইনীভাবে ‘বোবারথল’ খাস খতিয়ানের জমি আত্নসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছেন। তামাদি মোদ্দতের বহু উর্দ্ধকাল যাবত প্রায় ৬০ বছর এলাকায় বসতবাড়ী তৈরি করে ভোগদখল ও শাসন সংরক্ষণ করে আসতেছেন। এখানে ভোট কেন্দ্র, বিজিপি কেন্দ্র ১টি, এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, ৫টি হাটবাজার, ২টি খ্রিস্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি জামে মসজিদ, ৪টি খাসিয়া গির্জা রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সীমান্ত এলাকা হিসেবে বোবারথল ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র।
বক্তারা আরো বলেন, ভোটের অধিকার আছে, কিন্তু ভূমির অধিকার নেই। বক্তারা সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে ভূমির অধিকার পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান। নিরীহ লোকজনদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচী শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বোবারথল এলাকার প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করেন।