সাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি কমে আসছে এবং শনিবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই দেশের অনেক এলাকাতে সূর্যের দেখা মিলেছে, যার ফলে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এদিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।