ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন বগুড়ায় দিনের বেলা চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই সংবাদ প্রচারের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের চুরি হওয়া মূল্যবান সেগুন গাছের ১৬ টি খন্ডাংশ উদ্ধার ঢাকা ওয়াসায় আওয়ামী অপশাসন রোধ ও সুশাসন নিশ্চিত কল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যার সুফল নগরবাসী ইতিমধ্যে পাওয়া শুরু করেছে: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেবো: ডা. শফিকুর রহমান যশোরে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫ নাগরপুরে ভবন নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেন গ্রেফতার ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শেহজাদের অদ্ভুত প্রস্তাব নতুন ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’র লক্ষণ ও প্রতিকার বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ফের বসবে সমমনা দলগুলো কাজের প্রতি সৎ থাকার দাবী করলেন তানজিন তিশা

বগুড়ায় দিনের বেলা চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছুরিকাঘাতে আহত ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর) এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন

বগুড়ায় দিনের বেলা চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১১:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছুরিকাঘাতে আহত ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর) এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।