ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি নেমে আসার সম্ভাবনা

ফাইল ছবি

বাংলাদেশে জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি, দেশের পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তিনি আরও জানান, ১৯ বা ২০ ডিসেম্বরের পর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কাছাকাছি নেমে আসতে পারে।

এ বছরের শীতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত বছরের মতো এ বছরও কুয়াশার প্রকোপ থাকতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।”

এছাড়া, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের শীতকালীন প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি নেমে আসার সম্ভাবনা

আপডেট সময় ০৯:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি, দেশের পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তিনি আরও জানান, ১৯ বা ২০ ডিসেম্বরের পর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কাছাকাছি নেমে আসতে পারে।

এ বছরের শীতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত বছরের মতো এ বছরও কুয়াশার প্রকোপ থাকতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।”

এছাড়া, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের শীতকালীন প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।