ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ বোবারথল এলাকায় ভূমির অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শাহবাগে সড়ক অবরোধ করে চিকিৎসকদের অবস্থান গাজায় দু’টি হাসপাতাল ও একটি স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮ ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ সাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি নরসিংদীতে বিএনপি’র কর্মীকে গুলি করে হত্যা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মিনাস গেরাইসে একটি ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হওয়া বাসটি মহাসড়কের একাংশে পৌঁছানোর পর টায়ার বিস্ফোরিত হয়। এ কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়তে থাকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ তদন্ত করে এই ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নিবে।

প্রাদেশিক গভর্নর রোমিউ জেমা এক্সে তার পোস্টে লেখেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই ট্র্যাজেডি মোকাবিলায় মানবিক সহায়তা প্রদান করতে কাজ করছি।”

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক বিবৃতিতে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি গভীরভাবে দুঃখিত এবং নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে, যারা বেঁচে গেছেন, তাদের সুস্থতা কামনা করছি।”

এ ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

আপডেট সময় ০১:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মিনাস গেরাইসে একটি ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হওয়া বাসটি মহাসড়কের একাংশে পৌঁছানোর পর টায়ার বিস্ফোরিত হয়। এ কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়তে থাকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ তদন্ত করে এই ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নিবে।

প্রাদেশিক গভর্নর রোমিউ জেমা এক্সে তার পোস্টে লেখেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই ট্র্যাজেডি মোকাবিলায় মানবিক সহায়তা প্রদান করতে কাজ করছি।”

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক বিবৃতিতে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি গভীরভাবে দুঃখিত এবং নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে, যারা বেঁচে গেছেন, তাদের সুস্থতা কামনা করছি।”

এ ঘটনায় সারা দেশে শোকের আবহ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।