ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন: পররাষ্ট্র উপদেষ্টা মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ বোবারথল এলাকায় ভূমির অধিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শাহবাগে সড়ক অবরোধ করে চিকিৎসকদের অবস্থান গাজায় দু’টি হাসপাতাল ও একটি স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮ ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮ সাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা

বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৫৬২ বার পড়া হয়েছে

বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷ র‍্যাবের দাবী, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামির নাম আলিফ শেখ। তিনি বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রতন শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

এর আগে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনিত হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

র‍্যাব কর্মকর্তা এম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আলিফ হত্যার দায় স্বীকার করে জানায়, গ্রেফতারকৃত আলিফ ও ভিকটিম বিপুল একই হোটেলে (সানসাইন আবাসিক) চাকরি করতো। প্রায় দুই আড়াই বছর বা তারও আগে যেকোনো কারণে গ্রেফতারকৃত আলিফ চাকুরীচ্যুত হয়। তখন থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়। গ্রেফতারকৃত আলিফের ধারণা ছিল, ভিকটিম বিপুলের জন্যই সে চাকরি হারিয়েছে।

চাকরীচ্যুত হওয়ার পর থেকেই গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের নিকট থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। মাসে দুই হাজার টাকা করে ভিকটিম বিপুল চাঁদা দিতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলিফ জানিয়েছে।

ঘটনার দিন, গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের নিকট চাঁদা নিতে এসেছিল, বিপুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেপ্তারকৃত আলিফ রাগান্বিত হয় এবং সঙ্গে থাকা অপর তিনজনসহ বিপুলকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ডের সময় গ্রেফতারকৃত আসামি আলিফ মদ্যপ ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার আলিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

বগুড়ায় আবাসিক হোটেলের ম্যানেজার হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷ র‍্যাবের দাবী, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামির নাম আলিফ শেখ। তিনি বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রতন শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

এর আগে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনিত হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

র‍্যাব কর্মকর্তা এম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি আলিফ হত্যার দায় স্বীকার করে জানায়, গ্রেফতারকৃত আলিফ ও ভিকটিম বিপুল একই হোটেলে (সানসাইন আবাসিক) চাকরি করতো। প্রায় দুই আড়াই বছর বা তারও আগে যেকোনো কারণে গ্রেফতারকৃত আলিফ চাকুরীচ্যুত হয়। তখন থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়। গ্রেফতারকৃত আলিফের ধারণা ছিল, ভিকটিম বিপুলের জন্যই সে চাকরি হারিয়েছে।

চাকরীচ্যুত হওয়ার পর থেকেই গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের নিকট থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। মাসে দুই হাজার টাকা করে ভিকটিম বিপুল চাঁদা দিতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলিফ জানিয়েছে।

ঘটনার দিন, গ্রেফতারকৃত আলিফ ভিকটিম বিপুলের নিকট চাঁদা নিতে এসেছিল, বিপুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেপ্তারকৃত আলিফ রাগান্বিত হয় এবং সঙ্গে থাকা অপর তিনজনসহ বিপুলকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ডের সময় গ্রেফতারকৃত আসামি আলিফ মদ্যপ ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার আলিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।