উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।
রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন তারা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে কর্মকর্তারা তাদের দাবি-দাওয়া জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন।
সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম জানিয়েছেন, কয়েকশ’ কর্মকর্তা সচিবালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি জানিয়ে আন্দোলন করছেন।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডারগুলোর জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করা হবে। এই সুপারিশের পর থেকে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
বর্তমানে, প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তার পদোন্নতি দেওয়ার বিধিমালা রয়েছে। কমিশনের সুপারিশের মধ্যে রয়েছে—উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা রাখা।
এদিকে, এই সুপারিশের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়েছে। জেলা প্রশাসকেরা নিজেদের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও জ্যেষ্ঠ সচিবের কাছে কার্যবিবরণী পাঠিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন। তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে পদায়নের দাবি জানিয়েছেন।
এছাড়া, ২৫টি ক্যাডার নিয়ে গঠিত ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ গত শনিবার একটি সভা করেছে, যেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভা থেকে কলমবিরতি ও মানববন্ধনের মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি ঢাকায় একটি সমাবেশও আয়োজন করা হবে।