ময়মনসিংহের ত্রিশালে আবাবিল ক্লাবের আয়োজনে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ধানীখোলা মধ্য ভাটিপাড়া মুকুল মাস্টার বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার বেনজির আহমেদ।
পলাশ তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, রিসম্যান ম্যাগামলের পরিচালক মনির খান, ক্রীড়াবিদ দাউদুজ্জামান সরকার সাদ, শিমুলিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাইনিজ বায়োমেডিকেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সাগর, মোশাররফ হোসেন বাবুল, ব্যবসায়ী হেলাল উদ্দিন, এম এ হান্নান খান প্রমুখ।
খেলায় সাদ জুটি সুজায়িত জুটিকে ২-০ গেইমে পরাজিত করে।