মৌলভীবাজারের কমলগঞ্জে কাজী মামুন ফ্রীজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন উওর বালিগাঁও দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. মামুনুর রশীদ মামুনের সহযোগিতায় উত্তর বালিগাঁও অবস্থিত গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনী প্রথম খেলায় চৌধুরী রয়েল বনগাঁও টিম স্ম্যাশ কুমড়া কাপনকে ২–০ গোলে পরাজিত করে চৌধুরী রয়েল জয় লাভ করে। খেলায় ৩২টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে ও খান মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী মো. মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতি, কমলগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রব, এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সেক্রেটারি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট।
গেষ্ট অব অনার: মো. মাসুক মিয়া প্রিন্সিপাল, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মৌলভীবাজার জজ কোর্ট; কাজী মো. হারুনুর রশীদ হারুন, প্রথম শ্রেণির ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার; এবাদুর রহমান, ইনচার্জ ইসলামী ব্যাংক লিমিটেড, কমলগঞ্জ শাখা; বুলবুল সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক; শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার;
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ ওয়াহীদ রুলু, আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব; সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট; মো. আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক; মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী, ভানুগাছ বাজার; ডা. মনসুর আলী চৌধুরী (মঞ্জু) প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।