এশিয়ান ইউনিভার্সিটির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
আজ শনিবার (০৪ জানুয়ারি) “এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ” এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রফেসর ড. মিজান জানান, “বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান “এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ” এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৯৯৬ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি আজ লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে।”
তিনি বলেন, “প্রখ্যাত শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কবি ও মানবাধিকার কর্মী প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক তার বিদেশী আয়েশি জীবন ত্যাগ করে যে সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, তা সত্যিই অনন্য। তাঁর নেতৃত্ব ও দর্শনে তৈরি হয়েছে এক শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান, যা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
তিনি আরও বলেন, “আমি নিজে ১৩ বছর ধরে এশিয়ান ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থেকে এই প্রতিষ্ঠানের বৃদ্ধির সাক্ষী হতে পেরেছি, যা আমার জন্য একটি গর্বের বিষয়।”
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নিরন্তর শুভ কামনা জানিয়েছেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য প্রফেসর ড. মিজান।