রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মারামারির ঘটনায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থীও রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষ ঘটে।
জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় পূর্ববর্তী দিন, অর্থাৎ সোমবার, ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে মারধরের ঘটনা থেকে। এরপর, মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়ের জন্য বৈঠকে বসা হয়, যেখানে বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আহতদের একজন, ইমরান, ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, “ডেমরা থেকে আসা নেতাকর্মীরা আমাদের উপর হামলার অভিযোগ এনে বৈঠকে আসেন। সেখানে নাঈমের নেতৃত্বে ৮-১০ জন সদস্য আমাদের মারধর করে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে নির্বাহী কমিটি বৈঠক করবে এবং বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের সহিংসতা সংগঠনের নীতি নয় এবং যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের সঙ্গে কোনো সহানুভূতি প্রকাশ করা হবে না।
এদিকে, আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কবি নজরুল কলেজের স্নাতক শিক্ষার্থী আনতা মিম (২০), দনিয়া কলেজের রাবেয়া (১৯), তেজগাঁও কলেজের আশরাফ উদ্দিন বাবু (১৯), ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান হোসেন (২২), মাকছুদুর রহমান (২৪), আল আমিন (২২) ও মো. হাসিব (২০) রয়েছেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।