“প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন। জীবনকে সুন্দরভাবে আলোকিত করতে, প্রশিক্ষণের বিকল্প নেই।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ওএইচএস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট দিরাই শাখার বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) দিনব্যাপী জনস্বার্থে নিউজ টোয়েন্টি ফোর এর অফিসে দিরাই শাখার ওএইচএস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শাখার পরিচালক ও সাংবাদিক মো. বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে, সিলেট জার্নালের নিউজ এডিটর, শাখার সহকারী পরিচালক নাইম তালুকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, হাজেরা ক্লিনিকের স্বত্বাধিকারী ও প্রশিক্ষণের প্রশিক্ষক ডাক্তার (এমবিবিএস) ইউকে বদরুল আলম, দিরাই মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষী রানী তালুকদার, দিরাই সরকারি কলেজের প্রভাষক (বাংলা) রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলদুল চৌধুরী ডিএস, এস প্রি -ক্যাডেট একাডেমির চেয়ারম্যান শিক্ষাবিদ শাহাজাহান সিরাজ, সুরমা কলেজের প্রভাষক, মুস্তাহার মিয়া মোস্তাক, সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ খান, মিডিয়া ব্যাক্তিত্ব, সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ইমদাদ সরদার, রাজনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আজাদী, দিরাই বি আর ডি পি’র অফিস পরিদর্শক ইব্রাহীম আলী, রাজি মিডিয়ার পরিচালক আবদুল্লাহ রাজী, রাজানগর ইউপি জমিয়তের সাধারণ সম্পাদক ফয়সল আহমদসহ বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, মানবসেবাই হচ্ছে চিকিৎসকদের এবাদতের প্রথম ধাপ। তাই একটি সুস্থ ও স্বাভাবিক জাতি গঠনে মানবকল্যাণে কাজ করে যাওয়াই হচ্ছে সকল ডাক্তার ও নার্সদের কাজ। এজন্য উপস্থিত সকল প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণের মাধ্যমেই মানব জীবনকে আলোকিত করতে পারবে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সাত বছর যাবৎ (ওএইচএস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট) এই হাওরপাড়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। বক্তারা এই প্রশিক্ষণে ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত সকল চিকিৎসক ও কর্মকর্তাদের সাধুবাদ জানান।