বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তবে তা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ড. আসিফ নজরুল এ কথা বলেন।
তিনি আরো জানান, “শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্টও জারি করা হয়েছে।”
আইন উপদেষ্টা বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে সেটা বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে।”
তিনি আরো বলেন, “এ বিষয়ে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি সমাধান করা হবে।”
ড. আসিফ নজরুল আরও জানান, সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আবেদন জানিয়েছে।