বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর আজকের ম্যাচে উত্তেজনার এক মুহূর্ত দেখা গেছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে। ম্যাচের নবম ওভারে তামিম ইকবাল এবং সাব্বির রহমানের মধ্যে ঘটে এই উত্তেজনা, যা মাঠে এক ঝলক উত্তাপ ছড়িয়ে দেয়। বরিশাল ১৪০ রানের লক্ষ্য তাড়া করছিলো এমন সময় তামিম সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, “লাগতে আইসো না।”
ঘটনার পর সাব্বির রহমান তামিম ইকবালের দিকে এগিয়ে আসলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে আটকে রেখে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা আরও বাড়তে দেয়নি থিসারা। এসময় ফিল্ড আম্পায়ারও মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করেন।
তবে ঠিক কী কারণে তামিম এই মন্তব্য করেছিলেন তা স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই এবং উত্তেজনা নতুন কিছু নয়। এর আগেও আন্তর্জাতিক ম্যাচগুলিতে খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেছে, যেমন বর্ডার-গাভাস্কার ট্রফির সময়ে অস্ট্রেলিয়ার কনস্টাস ও ভারতের বুমরাহ, এবং কোহলি ও কনস্টাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ক্রিকেটপ্রেমীদের আলোচনায় আসে।
আজকের বিপিএল ম্যাচে তামিম-সাব্বিরের এই উত্তেজনা ম্যাচের রোমাঞ্চকে আরও বাড়িয়ে তোলে। সাব্বির যখন তামিমের দিকে এগিয়ে আসছিলেন, তখন থিসারা পেরেরা এবং ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে বড় কোনো অঘটন ঘটতে দেননি।
তবে, মাঠের উত্তেজনা সত্ত্বেও বরিশাল তামিমের নেতৃত্বে ১৪০ রানের লক্ষ্য সহজেই টপকে যায়। তামিমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান, যা বরিশালের জয়ের ভিত গড়ে দেয়। অন্যদিকে, ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা নিজের দলের চেষ্টা করলেও লক্ষ্য অর্জনে সফল হতে পারেননি।
বিপিএলের মতো উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে এ ধরনের উত্তেজনার মুহূর্ত সমর্থকদের কাছে বাড়তি রোমাঞ্চ নিয়ে আসে। তবে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের সংযত আচরণই প্রত্যাশিত। তামিম ও সাব্বিরের এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।