আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার তহবিলের ঘোষণা করেছে, যা ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি ২০১৭ সালের তুলনায় ৫৩% বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়ন দল পাবেন ২.২৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৬৪ লাখ টাকা), রানার্স-আপ দল পাবেন ১.১২ মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা)।
সেমি-ফাইনালে পরাজিত প্রতিটি দল পাবেন ৫৬০,০০০ ডলার (প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা)। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবেন ৩৪,০০০ ডলার (প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা)। গ্রুপ পর্বে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো পাবেন ৩৫০,০০০ ডলার (প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা) এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো পাবেন ১৪০,০০০ ডলার (প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা)। প্রতিটি দল অংশগ্রহণের জন্য নিশ্চিতভাবে পাবেন ১২৫,০০০ ডলার (প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা)।
এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। এটি ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে উন্নীত হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক মন্তব্যে বলেন, ‘আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা ওডিআই প্রতিভার শীর্ষস্থানকে তুলে ধরে, যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
এটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ সংস্করণ, যেটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং ২০২৭ সালে নারীদের জন্যও এই টুর্নামেন্টটি টি২০ ফরম্যাটে চালু হবে।