ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় ফকিরবাড়ি সড়কে বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইজ্জল কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক মারুফা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেন তালুকদার।
এ সময় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান প্রতিবন্ধীদের উন্নয়নে সকলে এগিয়ে আসবেন।
স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।