নীলফামারীতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ভক্তরা নানা আয়োজনের মাধ্যমে এই পূজা উদযাপন করে।
শহরের বিভিন্ন স্কুল-কলেজ ও মন্দিরে পূজার বিশেষ আয়োজন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পূজা মণ্ডপগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য। পূজা উপলক্ষে স্থাপন করা হয় নান্দনিক ও সজ্জিত প্রতিমা, যা দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। পূজার মূল আচার-অনুষ্ঠান শুরু হয় সকাল বেলা, দেবী সরস্বতীর প্রতিমায় পূজারী দ্বারা মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে।
পূজা মণ্ডপে পূজারীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও ভিড় করে। অনেক শিক্ষার্থী তাদের বই-খাতা, কলম সরস্বতী দেবীর চরণে রেখে আশীর্বাদ প্রার্থনা করে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
নীলফামারী সদর উপজেলার এক শিক্ষার্থী অরণ্য দত্ত বলেন, “সরস্বতী পূজা আমাদের জন্য বিদ্যা, জ্ঞান এবং সৃজনশীলতার উৎসব। প্রতি বছর আমরা বড় আনন্দের সাথে এই পূজা উদযাপন করি।”
এ সময় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় উৎসব উদযাপন হওয়ায় ভক্তদের মধ্যে ছিল স্বস্তি।
নীলফামারী জেলা সদরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির কমিটির সভাপতি এ্যাডভোকেট বাবু অক্ষয় কুমার রায় জানান, “সকল ধর্মের মানুষ আমাদের পূজায় অংশগ্রহণ করে, যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজা নীলফামারীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।