পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বাহার, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তিন দফা দাবিতে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন, সুবেদার মোহাম্মদ আলী ও বিডিআরের সন্তান জেসমিন আক্তারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। বিডিআর সদস্যদের চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় হয়। এতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যে সকল বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।