রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে খাল সংস্কারের কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে উপদেষ্টারা লালগালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সেভেটরে উঠে খননের কার্যক্রমের উদ্বোধন করে কাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় কিছু সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, “আগের মেয়রগণও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখন লালগালিচায় খালে নেমে উদ্বোধন করছেন,” জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমি তো ওটা (লালগালিচা বিছানো) খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন।”
এছাড়া, খাল উদ্ধার নিয়ে আগে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু, কিন্তু যেহেতু এই কার্যক্রম শুরু হয়েছে, আমরা কাজটা করেই যাব। আমাদের হাতে ৮ মাস বা ১৪ মাস সময় থাকতে পারে, কিন্তু শুরুটা তো করতে হবে।”
এ কার্যক্রমের আওতায় ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় মোট ১৯টি খাল সংস্কার করা হবে। প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। প্রথম ধাপের ৬টি খালের মধ্যে ডিএনসিসি এলাকার চারটি খাল—বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি এবং ডিএসসিসি এলাকার দুটি খাল—মান্ডা ও কালুনগর খাল রয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য খালগুলোর সংস্কারের কাজও সম্পন্ন করা হবে। এ উদ্যোগটি ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।