বিপিএলে ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে তার দেওয়া ‘অপমানজনক’ মন্তব্যকে নিয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম সমালোচনা করেছেন।
এই বিতর্কের সূত্রপাত হয়, যখন বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক বিষয়ে চিটাগং কিংস সময়মতো অর্থ পরিশোধ করেনি। এক পর্যায়ে, ইমনসহ কয়েকজন খেলোয়াড় তাদের পাওনা নিয়ে কথা বলার পর, সামির কাদের অসংলগ্ন মন্তব্য করেন। তিনি বলেন, “আমি সন্তুষ্ট না হওয়ায় ইমনকে পারিশ্রমিক দিইনি, আমার টাকা গাছে ধরে না।” তার এই মন্তব্যটি ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
শনিবার, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ চলাকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সামির কাদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানানো হয়।
বিসিবির কর্মকর্তা নাজমুল আবেদীন ফাহিম জানান, চিটাগং কিংসের মালিক তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা এতে খুবই অসন্তুষ্ট। জাতীয় দলের ক্রিকেটার হোক বা না হোক, কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সামির কাদের স্বীকার করেছেন যে তার ব্যবহার ঠিক হয়নি এবং তিনি ক্ষমা চেয়েছেন।”
জানা গেছে, চিটাগং কিংসের খেলোয়াড়দের মধ্যে পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি কয়েকজন সতীর্থের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। বিষয়টি সামির কাদেরের কানে পৌঁছালে তিনি বিতর্কিত মন্তব্য করেন। এখন দেখার বিষয়, বিসিবি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় কিনা।