ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুনের বড় ভাই মরহুম সামসুল হক বরকতের লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে সকল ইট বিনষ্ট করে ভাটা বন্ধ করে দেয়া হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ১০১ নং পশ্চিম কানুদাসকাঠির কাচারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাততারা ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসা. আঞ্জুমান নেছা জানান, সাততারা নামের এটা একটি অবৈধ ইটভাটা, এর কোন কাগজপত্র নেই। তাছাড়া পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আইন অনুযায়ী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ইটভাটা চালানো যায় না। এর আগেও তিনবার অভিযান চালিয়ে জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছিল। তারপরেও তারা কথা না শুনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, এই ইটভাটার পঞ্চাশ গজের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে সকল সর্ত মেনে একটি ইটভাটা স্থাপন করার প্রয়োজন হয়, সে সকল শর্ত পূরণ করে তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি। তারা লাইসেন্সবিহীন অবস্থায় দীর্ঘদিন যাবৎ ইট পোড়ানোসহ ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। ইটভাটা সম্পূর্ণ নিভিয়ে দিয়ে সব বিনষ্ট করে তাদের এক লাখ দৃষ্টামূলক জরিমানা করা হয়েছে। এ উপজেলায় আরো যে কয়টি ইটভাটা রয়েছে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় অভিযান চারিয়ে তাও বন্ধ করা হবে।
এ সময় জেলা আর্মড পুলিশ, রাজাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
উল্লেখ্য, মরহুম সামসুল হক বরকতের পরিবার ইটভাটাটি পরিচালনা করে আসছিল।