নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেলা-২০২৫।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এই মেলার উদ্বোধন হয়।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.খ.ম. আলমগীর সরকার, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নীলফামারী জেলা শাখা; অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, আমির, জামায়াতে ইসলামী বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা; জহুরুল আলম, সাধারণ সম্পাদক, বিএনপি, নীলফামারী জেলা শাখা এবং আন্তাজুল ইসলাম এক্তাজুল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মোর্শেদ আলম, পুলিশ সুপার, নীলফামারী।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পুনাক মেলা শুধু বিনোদন বা বাণিজ্যিক আয়োজন নয়, এটি নারীর অর্থনৈতিক উন্নয়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পুনাকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নারীর ক্ষমতায়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা সমাজের উন্নয়নে নারীদের অবদানকে আরও প্রসারিত করার আহ্বান জানান।
মেলায় হস্তশিল্প, পোশাক, খাদ্য পণ্যসহ নানা ধরনের স্টলের আয়োজন রয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করবে। স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের সমারোহ থাকবে এই মেলার মূল আকর্ষণ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন মেলাকে দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর করে তুলবে।
পুনাক মেলা-২০২৫ নীলফামারীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে জানান আয়োজকরা । নারীদের আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরতার পথ সুগম করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।