জামালপুরের বকশীগঞ্জে পুকুরে পানিতে ডুবে নিশাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিশাত উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামের শামছুর হকের পুত্র।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বগারচর ইউনিয়নে মরারপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশে পুকুরে পাড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশু নিশাতের মরদেহ ভেসে উঠে। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।