ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশ তার সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তিগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।
চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আশা করি পারস্পরিক সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে, কারণ এগুলো দুই দেশের সম্পর্কের ভিত্তি।”
মুখপাত্র আরও বলেন, “বিএসএফ ও বিজিবির মধ্যে কাঠামোগত সম্পর্ক স্থাপনে সহায়ক এসব চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা হবে।” তিনি সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামো তৈরির ক্ষেত্রে এসব চুক্তির গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, সীমান্ত ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, “আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি (ডিরেক্টর জেনারেল) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সীমান্ত সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে।”
তিনি বলেন, “এই চুক্তিগুলো বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নকে সমর্থন করে।”
পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর সম্পর্কিত প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “আমরা আশপাশের সবগুলো বিষয়ে কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।”