গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না’।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি।”
তিনি আরো বলেন, “বিচার না করে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়া স্ববিরোধিতা। এত স্ববিরোধিতা ঠিক নয়।”
তিনি জানান, “দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।”
আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না, আমরা এটা সমর্থন করি। কিন্তু এইভাবে কতোদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?”
তিনি আরও প্রশ্ন করেন, “আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু কী পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে?”
আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছিলাম।”
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।