টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সুজন পেলেন আর্থিক সহায়তা। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে আহত সুজনকে আর্থিক সহায়তা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ বি এম আরিফুল ইসলাম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪/৮/২০২৪ উপজেলার সোহাগপুর হাইওয়ে থানার সামনে সে গুলিবিদ্ধ হয় ও শরীরে প্রায় ২৫০টি গুলি লাগে। তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় গত ১/১/২০২৫ শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে ২৬ দিন ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর বাড়িতে আসলে মির্জাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকে নিয়ে সন্ধ্যা ৭টার সময় তাদের বাড়িতে তাকে দেখতে যায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।
আহত সুজন হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের মো. হাসান আলীর ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বিএ/বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্র।
আহত সুজন বলেন, আর্থিক সহায়তা পেয়ে নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী সুজনকে সুচিকিৎসার জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।