স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উত্তরা-পশ্চিম থানায় হামলার ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে নৌ-পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
উত্তরা-পশ্চিম থানায় হামলার ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ঘটনার তদন্ত চলছে। যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, থানা ও কারাগারে হামলার ঘটনা মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারের ঘটনার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সাংবাদিকরা যখন রাস্তা অবরোধ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “রাস্তা বন্ধ করা ঠিক নয়। গণমাধ্যমের মাধ্যমে এই বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা উচিত। জনগণ যদি এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতন হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”
তিনি বলেন, “কিছু রাস্তা বন্ধের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে জনগণ যদি এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে এ ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে।”
অন্তর্বর্তী সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে জনগণ জানবে, আমরা কতটা সফল হতে পেরেছি। আমাদের লক্ষ্য জনগণের আশা পূরণ করা।”