ভারতের রাজধানী দিল্লির ৭০ আসনবিশিষ্ট বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। তাঁদের মধ্যে অনেকেই আঙুলে অমোচনীয় কালি দিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ৮.১ শতাংশ জানিয়েছে এবং আশা করছে, বেলা বাড়ার সঙ্গে ভোটের হার আরও বাড়বে। দিল্লির শীর্ষস্থানীয় নেতারা একে একে ভোট দিতে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাও ইতিমধ্যে ভোট দিয়েছেন এবং দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।
দিল্লির বিধানসভা নির্বাচনে তিনটি দল মুখোমুখি। এদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস। তবে নির্বাচনের মাঠে মূল লড়াই চলছে আপ এবং বিজেপির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, আপ একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে, কিন্তু বিজেপি এবং কংগ্রেস নির্বাচনকে তাদের পক্ষে ফেরানোর চেষ্টা করছে।
এবারের নির্বাচনে বিজেপি বিশেষভাবে দুর্নীতির দায়ে আম আদমি পার্টি (আপ) আক্রমণ করছে, যেখানে কেজরিওয়ালের দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কংগ্রেসও মুসলিম ও দলিত সম্প্রদায়ের সমর্থন পেতে মরিয়া, তবে বিশ্লেষকদের মতে, কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশ কম।
গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি, বিজেপি পেয়েছিল ৮টি আসন এবং কংগ্রেস একটিও আসন পায়নি। তবে এবার দুর্নীতি মামলা নিয়ে কেজরিওয়ালের দল বেশ নাজুক অবস্থায়। বিজেপি এই সুযোগ কাজে লাগাতে চাইছে এবং চেষ্টা করছে ভোটারদের কাছে তাদের সমর্থন বাড়ানোর।