আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও যুব উন্নয়ন অধিদপ্তরের জিরো ওয়েষ্ট ব্রিগেড এর বাস্তবায়নে পলিথিন ও প্লাস্টিকের ব্যাবহার বন্ধকরণে সচেতনতা তৈরির লক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় আলমডাঙ্গা পৌরসভা থেকে তহবাজার, মাছবাজার, মাংস বাজার, গার্মেন্টস মার্কেট এবং আলিফ উদ্দিন রোড হয়ে হাইরোড সমগ্র এলাকায় এই সচেতনতা র্যালি প্রদক্ষিণ করে।
সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, পলিথিন বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপচনশীল বর্জ্য পদার্থ। ইহা মাটির সাথে কখনো মেশে না। ফলে আমাদের পরিবেশ দূষিত করে। আমাদের পরিবেশ রক্ষায় এ সকল পলিথিন ও প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করতে হবে।
সচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, স্যানিটারি ইনিসপেক্টর মাহাফুজ রানা, আশাদুল হক, মামুল আক্তার, সাইম, হাফুজুর রহমান, জেহের আলি। ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব হাসান, কাজল আহম্মেদ।
এছাড়া, স্কাউট লিডার হিসেবে উপস্থিত ছিলেন তালহাজুবাইদ, আরাফাত রহমান, আশিক রহমান মাহিন, ইমন আলী, রাতুল, তন্ময় কুমার বিশ্বাস, মেহেদী হাসান অরিত্র সুত্রধর প্রমুখ।