বিএসএমএমইউসহ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) দেশের সব সরকারি হাসপাতালে কর্মরত বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন।
রোববার (২২ ডিসেম্বর) সকালে তারা বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন এবং পরে দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা দাবী জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রেইনি চিকিৎসকদের ২৫ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের খরচ বহন করতে অসম্ভব হয়ে পড়েছে। তারা দাবি করেছেন, এই ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকায় পরিণত করতে হবে।
এছাড়া, তারা জানান, গত ৩ বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে আসছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের দাবীর প্রতি গুরুত্ব দেয়নি। এর পাশাপাশি, আন্দোলনকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসকরা।
বিএসএমএমইউসহ অন্যান্য হাসপাতালের ট্রেইনি চিকিৎসকরা বলেন, তারা কোনোভাবেই তাদের দাবীর ব্যাপারে আপস করবেন না এবং যতদিন না প্রজ্ঞাপন জারি করে তাদের ভাতা বৃদ্ধি করা হয়, ততদিন অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।
এদিকে, আন্দোলনকারীরা ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে পাঠিয়ে দাবির বিষয়ে আলোচনা করেন। তারা জানান, যদি তাদের দাবীর সমাধান না হয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।