যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার কামাল হাসানকে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. আসমা বেগম।
রবিবার (১৯ জানুয়ারি) অধ্যাপক খন্দকার কামাল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
অধ্যাপক ড. কামাল হাসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। উত্তাল সেই সময়ে তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নানাভাবে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করেন। এমনকী শিক্ষার্থীদেরকে কলেজ থেকে বের করে দেওয়া ও ছাত্রজীবন নষ্ট করে দেওয়ার হুমকিও দেন।
সে কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যাপক ড. কামাল হাসানকে বগুড়া আজিজুল হক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়। তারপর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তারের স্থলাভিষিক্ত করা হয়েছিল ড. খন্দকার কামাল হাসানকে। তিনি গত ৮ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
জানতে চাইলে খন্দকার কামাল হাসান তার ওএসডির সত্যতা স্বীকার করে বলেন, কেন আমাকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আবার কেনো ওএসডি করা হলো বলতে পারছি না। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি সাধারন রুটিন।
বিগত সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর তিন মাস আজিজুল হক কলেজে চাকরিরত ছিলাম। কিন্তু সেখানে আমার বিরুদ্ধে কোনো আন্দোলনই হয়নি। কেউ আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।