ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন, অধ্যাদেশ জারি শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন করবে ভারত: আইন উপদেষ্টা বোর্ডের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বাধাগ্রস্ত: নিক পোথাস তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬৬, আহত ৫১ জামায়াতে ইসলামীর আমীরের সঙ্গে চরমোনাই পীরের সৌজন্য সাক্ষাৎ মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন ১৬ লাখ ভারতীয় অবরোধ তুলে নিলেন বিদেশ গমনেচ্ছুরা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতি শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ দ্রুত কার্যকর করণে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদেরকে অস্থায়ী ক্যাম্পাসে দুইটা ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, এই দুইটা ফ্লোরে আমরা ১২টি ব্যাচ ক্লাস করতে পারি না। এক ব্যাচ ক্লাস করলে দুই ব্যাচকে দাঁড়িয়ে থাকতে হয় এবং স্থানীয় কলেজের শিক্ষার্থীদের দ্বারা প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখিত সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রূত সম্পন্ন করা দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজা, গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন প্রমুখ ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ দ্রুত কার্যকর করণে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদেরকে অস্থায়ী ক্যাম্পাসে দুইটা ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, এই দুইটা ফ্লোরে আমরা ১২টি ব্যাচ ক্লাস করতে পারি না। এক ব্যাচ ক্লাস করলে দুই ব্যাচকে দাঁড়িয়ে থাকতে হয় এবং স্থানীয় কলেজের শিক্ষার্থীদের দ্বারা প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখিত সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রূত সম্পন্ন করা দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজা, গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন প্রমুখ ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।