কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ দ্রুত কার্যকর করণে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদেরকে অস্থায়ী ক্যাম্পাসে দুইটা ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে, এই দুইটা ফ্লোরে আমরা ১২টি ব্যাচ ক্লাস করতে পারি না। এক ব্যাচ ক্লাস করলে দুই ব্যাচকে দাঁড়িয়ে থাকতে হয় এবং স্থানীয় কলেজের শিক্ষার্থীদের দ্বারা প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখিত সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রূত সম্পন্ন করা দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজা, গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন প্রমুখ ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।