মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা, স্কাউট ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করেন এবং পরে শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম।
এছাড়া উপস্থিত, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জে. ও. তৌফিক আজম, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, মো. আবদুস সালাম মাস্টার, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, থানা যুবদলের আহবায়ক গোলাম মোহাম্মদ সেলিম, প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিলন হোসেন প্রমুখ।