রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে” ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়।
সেখানে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে হামলাকারীরা কার্যালয়ে আগুন দেয়।
দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করা হয়েছিল। মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে প্রবেশ করে।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেন, “হামলাকারীরা আমাদের কর্মীদের প্রতিরোধে মার খেয়ে পালিয়ে যায়। আধা ঘণ্টা পর তারা আবার সংগঠিত হয়ে কার্যালয়ে আগুন দেয়।” তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিভাতে দেওয়া হয়নি।
অন্যদিকে, হাসান আল মামুন দাবি করেছেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ টহল দিয়েছে।