গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, “তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে এবং তার দলের ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যে গিয়ে খালেদা জিয়ার কোনো সমস্যা হবে না, কারণ সেখানে তার নিজস্ব সংগঠন ও বাংলাদেশের মিশন রয়েছে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা তাকে দ্রুত বিদেশে মাল্টিডিসিপ্লাইনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি।”
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং পরে সেখান থেকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লাইনারি মেডিক্যাল সেন্টারে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস বাংলাদেশে খোলার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তৌহিদ হোসেন।