“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিত সিংহ, বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ প্রমুখ।
সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহা প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।